নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৮শে ডিসেম্বর ২০২০ ০৩:০১ অপরাহ্ন
নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্থ। তারা একক ভাবে আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিতে ও ক্ষমতায় থাকতে সহযোগিতা করে যাচ্ছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক ভাবে  মতবিনিময় কালে এসব কথা বলেন।


মির্জা ফখরুল ইভিএম মেশিনে ভোট গ্রহণ প্রসঙ্গে বলেন, ইভিএম বাংলাদেশের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নয়। অন্যান্য দেশে ইভিএম ভোটে একটি নির্দিষ্ট রিসিভ দেওয়া হয়, যা আমাদের দেশে প্রদান করা হচ্ছে না। ফলে ভোটারের ভোট সুষ্ঠ হলো কী হলো না তার জানার কোনো উপায় থাকে না। সে ক্ষেত্রে সরকার জালিয়াতির একটা মোক্ষম ফন্দি পেতেছে।


তিনি আরও বলেন, খুলনায় বিএনপি মনোনীত প্রার্থী করোনায় আক্রান্ত হওয়ায় তিনি বাসায় আইসোলেশন সেন্টারে থাকেন, যার সুযোগ গ্রহণ করে সরকারি দল ১২ টার মধ্যে ভোটকেন্দ্র দখল করে। এছাড়া পঞ্চগড়ে ৩ টি কেন্দ্র সহ আরো অনেক ভোটকেন্দ্র দখল করে সরকারি দল। সেখানে ভোট জালিয়াতি, ক্ষমতার দাপটে লোক শাসিয়ে ভোট গ্রহণ সহ নানা অপকর্ম করছে সরকারি দল।


বিএনপি মহাসচিব সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের এক মন্তব্য প্রসঙ্গে বলেন, কাদের সাহেব হয়তো খরগোশ আর কচ্ছপের গল্প পড়েন নি। দ্রুত চলতে গিয়ে খরগোশও কচ্ছপের কাছে হাড় মেনেছিলো। দিন শেষে বিএনপি বিজয় অর্জন করবে।


তিনি আরও বলেন, জনগণ চায় স্বৈরাচারী সরকারের হাত থেকে নিস্তার পেতে। এখনো বিএনপি বাংলাদেশের সকল মানুষের অন্তরে আছে। আর সেটা একটি অবাধ, সুষ্টু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হযে যাবে।তিনি বলেন, সরকারের ভিত্তীহীন কথাবর্তায় জনগণ আর প্রলোভিত হবে না। তাই তাদের উচিৎ দুর্নীতি আর স্বৈরাচারীত্ব বর্জন করে জনগণের পাশে থাকা। 


তিনি নির্বাচন কমিশনের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনকে কে অতি শিগ্রই পদত্যাগ করা উচিৎ। এভাবে দেরি করে পদের উপর রাজত্য করে তারা তাদের সন্মানহীনতার প্রমান দিচ্ছে। যে দেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন নির্বাচন কমিশন অযোগ্য। তাদের পদে থাকার কোনো প্রযোজন নেই।