প্রকাশ: ১২ জুন ২০২১, ২১:৫৫
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনায় অবহেলার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, “নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরলসভাবে ভোটার হালনাগাদের কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “এবার আমরা তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করেছি। এর মধ্যে দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ের কার্যক্রম চলছে। চূড়ান্ত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরিষদের ৪৩তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৈঠকে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান)
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশটি গণতন্ত্রের পথে সঠিকভাবে এগোচ্ছে বলে মনে করে তারা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেয় প্রতিনিধি দলটি। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বে আসা এই দলটির সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার
ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দেন। মামলার শেষ সাক্ষী হিসেবে তাকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে বুধবার তিনি আংশিক জবানবন্দি দিয়েছিলেন। তখন তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের