গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে ব্যবস্থা নেয়া হবে। সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার প্রেক্ষিতে দলীয় মনোনয়নে নির্বাচিত একজন মেয়রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, ডিজিটাল যুগে তো কথা নানাভাবে ভেঙ্গে ভেঙ্গে প্রচার করেছে, কিভাবে কি হয়েছে সেটা জানার জন্য তাকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়া গেলে পার্টি বসবে। বসে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধাওরণ সম্পাদক জাহাঙ্গীর আলমের গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য রয়েছে অভিযোগে মেয়রের বিরুদ্ধে কর্মসূচী পালন করে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ। এসময় তারা মেয়র জাহাঙ্গীর আলমের দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তবে মেয়র জাহাঙ্গীর আলম ও তাঁর অনুসারীরা দাবি করেন, প্রযুক্তির ব্যবহার করে জোড়াতালি দিয়ে এই ভিডিও ক্লিপ বানিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এর প্রেক্ষিতে রোববার (২ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে, ১৫ দিনের মধ্যে জাহাঙ্গীর আলমকে দলীয়শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে জবাব চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।