দেশের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সবসময় ট্যাক্স বা রেভিনিউ ছাড় দেওয়ার দাবি করলে হবে না। এটি দিয়ে দেশের বাজারকে দমিয়ে রাখা যাবে না। এ জন্য ভোক্তাদের বাড়তি দামে পণ্য কেনার অভ্যাস তৈরি করতে হবে।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে ভোজ্যতেলসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি বিবেচনায় আসন্ন বাজেটে রাজস্ব বৃদ্ধির চেয়ে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি তেল, ডালসহ নিত্যপণ্য আমদানিতে শুল্ক রেয়াত চান ব্যবসায়ীরা।
তবে এনবিআরের চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে ভোজ্যতেল ও চিনির আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে এনবিআর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, শুল্কছাড় দিয়ে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ করা যায় না।
অনুষ্ঠানে আসন্ন বাজেটে ভ্যাট-ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ঠকবেন না। আগামী দিনে আমরা যে বাজেট তৈরি করব, সেখানে এনবিআরের বিষয়গুলো বেশ প্রায়োগিক হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।