কোরআন অবমাননায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ ০৯:২২ অপরাহ্ন
কোরআন অবমাননায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সাম্প্রতিক এক কট্টর পন্থীর পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।


সম্প্রতি নেদারল্যান্ডস ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। একজন ডাচ রাজনীতিক ও ইসলামোফোবিক গ্রুপ পেগিডার নেতা এডুইন ওয়াগেনসভেল্ড গত রোববার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। ভিডিও চিত্রে দেখা যায়, কোরআনের ছিঁড়ে ফেলা সেই পৃষ্ঠাগুলো পোড়াচ্ছেন ওয়াগেনসভেল্ড।


বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোনো ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করে ও এর প্রতিবাদ জানায়। ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান হয় বিজ্ঞপ্তি থেকে।


পুলিশের অনুমতি নিয়ে বিক্ষোভের আয়োজন করে সুইডেনের উস্কানিমূলক ইসলামোফোবিক। সেখানে ড্যানিশ একজন চরমপন্থি কোরআনের একটি কপি পুড়ে ফেলে প্রকাশ্যে।