রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এ পর্যন্ত শতাধিক আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একের পর এক আহতের সংখ্যা বাড়ছে। রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুল্যান্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।