করোনা বিপর্যয়ের কারণে ভরা মৌসুমে জমির পাকা ধান কাটা নিয়ে সংকটে পড়েছেন সারাদেশের কৃষকরা। এমন পরিস্থিতিতে কুমিল্লার হোমনা উপজেলার কৃষকদের পাশে দাড়িয়েছে ফেইসবুকভিত্তিক সামাজিক সংগঠন ভয়েস অব কুমিল্লার সদস্যরা।
এরই অংশ হিসেবে আজ সংগঠনের সদস্যরা উপজেলার ভিটি কালমিনা গ্রামে বিনামূল্যে কৃষকের ধান কেটে দেন।সংগঠনের অন্যতম সংগঠক মোঃ ইকবাল হোসেন তুষার এর নেতৃত্বে এই কার্যক্রম হাতে নেওয়া হয়। ধীরে ধীরে এই কার্যক্রম উপজেলার সব গ্রামে ছড়িয়ে পড়বে বলে জানান তিনি। এ বিষয়ে ভয়েস অব কুমিল্লার এডমিন আব্দুর রাজ্জাক বলেন,'ভয়েস অব কুমিল্লা প্রতিষ্ঠালগ্ন থেকেই যে কোন বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার করোনা সংকটেও সংগঠনের সদস্যরা মানুষের পাশে আছে।'
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।