পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উপহারের আম পাঠালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই জুলাই ২০২৩ ০৮:২৮ অপরাহ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উপহারের আম পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্য উপহার হিসেবে এক হাজার ৫০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়।


আজ সোমবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তার কাছে এ উপহার হস্তান্তর করেন ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।


এ প্রসঙ্গে হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।’


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়।