ওমানের ভিসা প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা নভেম্বর ২০২৩ ০৬:৫৩ অপরাহ্ন
ওমানের ভিসা প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ওমানে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইট উইল বি রিসলভ ভেরি সুন।’


পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওমানের ভিসা বন্ধ করে দেওয়া আকস্মিক। আমাদের দূতাবাসকেও তারা জানায়নি।


ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে আদম ব্যবসায়ীরা পাঠিয়ে দেয় অনেককে। এ জন্য সাময়িক সময়ের জন্য ভিসা স্থগিতাদেশ হতে পারে। শিগগিরই ওমান সরকার এটা খুলে দেবে।’


বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সৌদি আরব সফর নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


২০২২ সালে দেশ থেকে প্রায় এক লাখ ৭৯ হাজার লোক ওমান গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ওমানে শ্রমবাজারের সুযোগটা মিস ইউজ হয়েছে। এটাকে স্ট্রিমলাইনিং করার জন্য টেম্পোরারি সাসপেনশন দেওয়া হয়েছে।’


তিনি বলেন, ‘কোনো বাজারেই সীমাহীন চাহিদা থাকে না।


যে চুক্তি বা কাগজ নিয়ে আমাদের শ্রমিকরা সেখানে গেছেন তা ফুলফিল হয়নি, তার মানে কিছুটা ব্যত্যয় হয়েছে।’


‘মধ্যস্বত্বভোগীরা আমাদেরকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের দুর্নাম হয়ে যাবে’ বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।