সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে ভোগান্তি কমবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে ভোগান্তি কমবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আন্দোলনের সময় রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। এর মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোর আশ্বাস দেন তিনি।


মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, যারা যানজটের কথা বলছেন, তারাই রাস্তা আটকে আন্দোলন করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে যদি আন্দোলন করা হয়, তবে ভোগান্তি অনেকটাই কমবে।


পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প নিয়ে তিনি বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা করা। তিনি উল্লেখ করেন, এই এলাকায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই রাস্তা এবং পার্কিং প্লেসের প্রশস্ততার উপর গুরুত্বারোপ করে বলেন, এটি দ্রুততার সাথে করা হবে।


এছাড়াও, তিনি জানান, রাস্তা প্রশস্তকরণের কাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে, চক কমপ্লেক্স মার্কেট নির্মাণ কাজও আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের কাছে আহ্বান জানান, যদি সরকারের কোনো দুর্নীতি বা ভুল থাকে, তাহলে তা ধরিয়ে দিতে হবে। এভাবে জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।