গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত যুবক গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকার রতন মিয়ার ছেলে সোহেল (২৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকার নিজ বাড়িতে স্ত্রীর সঙ্গে বসবাস করতেন সোহেল। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে নিহতের স্ত্রী মুক্তা আক্তার বাড়িতে ছিলেন না।
শুক্রবার দুপুরে তিনি বাড়ি ফিরে ঘরের বারান্দার গেট ভেতর থেকে তালাবদ্ধ ও চাবি পাশে পড়ে থাকতে দেখতে পান। পরে চাবি দিয়ে তালা খুলে ঘরের ভেতর প্রবেশ করে দেখেন সোহেলের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির চন্দ্র সূত্রধর জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সোহেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।