রাজধানীর খিলগাঁও থানাধীন নাগ্গাড় পাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম তৌহিদ (৩৫)। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাতে নাগ্গাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানায় খিলগাঁও থানা–পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) একে আজাদ জানান, রাত দুটোর দিকে নাগ্গাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে তৌহিদের সঙ্গে ডিবি পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় তৌহিদের বুকে ও পিঠে গুলি লাগে।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে খিলগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে লাশটি মর্গে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বন্দুকযুদ্ধে একজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।