ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছবাজারে অভিযান পরিচালনা করে তিতাস বেকারিওবিসমিল্লাহ বেকারির মালিককে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার( ২৬ সেপ্টেম্বর)বিকাল চার টায় উপজেলার কালিকচ্ছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসারও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটএ এস এম মোসা।
সরাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ পরিদর্শক গৌর পদ সাহা জানান, ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিতাসও বিসমিল্লাহ বেকারিকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, স্বাস্হ্যকর পরিবেশ, খাদ্যপণ্যের মোড়কে আইন ও বিধি মোতাবেক সঠিক লেবেল সংযোজন, খাদ্যকর্মীদের কর্মকালীন উপযুক্ত পোষাক সরবরাহ ইত্যাদি নিশ্চিত না করলে পরবর্তীতে অভিযুক্ত প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে অথবা নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হবে মর্মে সংশ্লিষ্ট ব্যবসায়ী দের সতর্ক করা হয়েছে। এসময় সঙ্গে ছিল সরাইল থানা পুলিশের চৌকশ একটি টিম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।