'গণ আন্দোলনে খালেদার মুক্তি ও তারেককে দেশে আনতে হবে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৬ অপরাহ্ন
'গণ আন্দোলনে খালেদার মুক্তি ও তারেককে দেশে আনতে হবে'

এখন বিএনপিকে আরো সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এ জন্য বিএনপির সকল নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শনিবার বিকেল ৩ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে হলরুমে বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপোরক্ত কথা গুলো বলেছেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জিএম সিরাজ।

বগুড়া-৪(নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নেতা জয়নাল আবেদিন চাঁন, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা আব্দুর রাফি পান্না, ফজলে রাব্বী তোহা, সুশান্ত কুমার সরকার শান্ত, গোলাম রব্বানী, আহসান বিপ্লব রহিম, শাহ মো. আল-হেলাল, বেলায়েত হোসেন আদর,আব্দুল বারী বারেক, উপজেলা যুবদলের সভাপতি আলেকজান্ডার ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল প্রমুখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব