পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাত্র ৮ দিন পর ইউপি মেম্বর জাকিরকে ঘুষ দিয়েও ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। নির্বাচনের দীর্ঘ সাড়ে তিন বছর পার হয়ে গেলেও ভাতার কার্ডের জন্য শান্তনার বানি শুনে মৃত্যুর প্রহর গুনছেন হযরত আলী।
উপজেলার চাকামইয়া ইউনিয়নের কুলিন্দাপাড়া গ্রামের মৃত মেছের হাওলাদারের পুত্র পঁচাশি বছর বয়সী হযরত আলী। বয়সের ভাড়ে নূয়ে পড়া এ মানুষটি তার সহধর্মীনি মালেকা বেগমকে হারিয়েছেন সাত বছর আগে। কোন পুত্র সন্তান না থাকায় তার ঠাই হয় দুই কন্যার মধ্যে বড় কন্যা রাসিদার ঘরে। দু’চার বাড়ি হেটে ভিক্ষা করে যে টাকা পান তা দিয়ে কোন রকম চলে নানা ব্যাধিতে আক্রান্ত অর্ধাচেতন শরির এবং বধির একটা কানের চিকিৎসা।
হয়রত আলী বলেন, জীবদ্দশায় কারো কাছে ছোট হতে চাননা তিনি। মাঝে মধ্যে ভিক্ষা করে যা পান তা দিয়ে চিকিৎসা চলে তার। তিনি অভিযোগ করে বলেন, মানুষের দুয়ারে ভিক্ষা করে বয়ষ্ক ভাতার তালিকায় নাম লেখাতে নির্বাচনের আটদিন পর ইউপি মেম্বর জাকিরের হাতে ২ হাজার টাকা ঘুষ দিয়ে ছিলেন। নির্বাচনের সাড়ে তিন বছর পেরিয়ে গেছে শুধু দুই-একদিন পড়ে’ই পেয়ে যাবেন এমন শান্তনার বানি শুনে দিন কাটছে তার। তার দাবি, ওই গ্রামে যদি কেউ আগে বয়ষ্ক ভাতা পেয়ে থাকেন তবে তিনি এর প্রাপ্য। একত্রে কিছু টাকা পেলে চিকিৎসার জন্য মানুষের দুয়ারে ভিক্ষা বৃত্তির প্রয়োজন হতো না বলেও জানান তিনি। কিন্তু ঘুষ দিয়েও কেন ভাতা পাচ্ছেন না? এমন প্রশ্ন তার।
অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমি ওনাকে চিনি খুব অসহায় মানুষ। দুই হাজার টাকা ঘুষ নিয়ে সাড়ে তিন বছরেও প্রাপ্য মানুষকে ভাতা তালিকায় কেন নাম দেয়া হয়নি জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, বৃদ্ধ মানুষটিকে অবশ্য’ই দ্রুত সময়ের মধ্যে ভাতা সহায়তা দেয়া হবে। এছাড়া ওনার দেয়া ঘুষের টাকা আদায় করাসহ ওই ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।