শিক্ষার গুনগতমান উন্নয়ন ও শিশুদের ঝড়ে পরা রোধে নরসিংদীর পলাশ উপজেলার ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এবং ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক , উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজি , উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ মোঃ আরিফুর রহমান ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমূখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।