ভোলার তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাঁচজন জয়িতা নারীকে সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে। সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী বের করা হয়।
পরে উপজেলা অডিটরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার। আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, তথ্যসেবা কেন্দ্র কর্মকর্তা আকলিমা বেগম, প্রমুখ।
সমাজে অসামন্য অবদানের জন্য পারভীন বেগম, সফল জননী হিসাবে মমতাজ বেগম, শিক্ষা ও চাকুরীতে সীমা বেগম, অর্থনীতিতে সাফল্যের জন্য সুমী রানী দাস ও নির্যাতন মোকাবেলায় ননী বালা দাসসহ পাঁচজন জয়িতা নারীকে সম্মাননা প্রধান করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।