ভাতা কার্ডের ঘুষের টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে পিটালেন মেম্বার

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০১৯ ০৬:২৬ অপরাহ্ন
ভাতা কার্ডের ঘুষের টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে পিটালেন মেম্বার

স্ত্রী রেখা বেগমকে বয়স্ক ভাতা কার্ড দেয়ার কথা বলে ৫০০ টাকা ঘুষ নেয়ার ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীতে শতবর্ষী এক হতদরিদ্র অসহায় বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি মেম্বার আব্দুল হামিদ মন্ডলের বিরুদ্ধে। আহত হওয়া বৃদ্ধ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গিলাবাড়ী গ্রামের মৃত ময়েস উদ্দিনের ছেলে মো. আরফান আলী।

গত মঙ্গলবার (১অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার এ ঘটনা ঘটে। পরের দিন বুধবার (২ অক্টোবর) সকালে মারধরের ঘটনার বিষয়টি অভিযোগ করেছেন ভুক্তভোগি বৃদ্ধ আরফান আলী ও তার পরিবারের লোকজন। জানা যায়, বৃদ্ধ ব্যক্তির ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার। ছেলেরা দিনমজুর। ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। বৃদ্ধ আরফান অসহায় ও মানবেতর ভাবে জীবন যাপন করেন।

মারপিটের অভিযোগের ভিত্তিত্বে বুধবার সরেজমিনে ওই বৃদ্ধার বাড়িতে গেলে ভুক্তভোগি বৃদ্ধ আরফান আলী বলেন, গত বছর বয়স্ক ভাতা কার্ড দেয়ার আশ্বাসে ৫০০ টাকা নেয় মেম্বার হামিদ মন্ডল। পরে ঋণ করে মেম্বার কে টাকা দেয়া হয় একটি বয়স্ক ভাতা কার্ডের আশায়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও সে কার্ড করে দেননি। এর মধ্য মাঝে মাঝে তার কাছে কার্ড চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এক পর্যায়ে গত মঙ্গলবার বিকেল বেলা বাজারে হঠাৎ দেখা হলে তার কাছে টাকা ফেরত চাইলে বা কার্ড করে দিতে বললে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে বেধড়ক লাঠি দিয়ে মারপিট করে। আমি এই মেম্বারের কঠোর শাস্তি দাবি করছি।

মারধর ও অভিযোগের ঘটনায় ৩ নং ওয়ার্ডের মেম্বার হামিদ মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শুকুর মাহমুদ মারধরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগি বাড়িতে এসেছিল অভিযোগ করতে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।