গুলশানে বড় অভিযান চালাচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৩ অপরাহ্ন
গুলশানে বড় অভিযান চালাচ্ছে র‌্যাব

থাই এয়ারলাইন্স থেকে আটক অনলাইনে ক্যাসিনো ব্যবসার হোতা আওয়ামী লীগ নেতা সেই সেলিম প্রধানের তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২এর একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার রাত ৯টার পর থেকে গুলশানের ওই বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাবের একটি দল।

এর আগে দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে থাই এয়ারলাইন্সের বিজনেস ক্লাস থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। তার বাড়ি নারায়ণগঞ্জে।

র‌্যাব জানায়, আটক সেলিমের বিরুদ্ধে অনলাইনে অবৈধ ক্যাসিনো ও জুয়া চালানোর অভিযোগ রয়েছে। সূত্র জানায়, আটক সেলিম প্রধান বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার সহযোগী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব