ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলা সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, প্রবীণ সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আজাদ উদ্দিন ঠাকুর, সরাইল মহিলা কলেজের পরিচালক ফয়সাল আহমেদ মৃধা দুলাল।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদর ইউপি পরিষদের ইউপি সদস্য মো. আরিজ মিয়া, ইউপি সচিব মাহবুবুল ঠাকুর জুয়েল, যুবদল নেতা নূর আলম, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সুদীপ দত্ত তনু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি আবদুল আউয়াল খান, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মোছা. রোজিনা বেগম, দফতর সম্পাদক শাহগীর মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু প্রমূখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।