হিজলায় ইত্তেফাক প্রতিনিধির উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৫:০০ অপরাহ্ন
হিজলায় ইত্তেফাক প্রতিনিধির উপর হামলা

বরিশালের হিজলা উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ আলহাজ এর উপর হামলা করেছে , কালাম হাওদালার ওরফে কালু নামে এক ব্যক্তি । এ হামলায় প্রতিনিধি আলহাজের বড় ভাই আরমান হোসেন আলমাস এবং ছোট ভাই পেয়ারকেও মাথায় কুপিয়ে আহত করে এই  কালু। আহত তিন জনকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত তিন ভাই গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার জয়নাল চৌকিদারের ছেলে ।

আহত আলহাজ জানান, ১৩ অক্টোবর রবিবার খুব সকালে তাদের বাড়ির কিছু দূরে মৃত জমশেদ হাওলাদারের ছেলে কালাম ওরফে কালুর বাড়ির বাগানের  কাছে জাওয়ার সাথে সাথে তার বড় ভাইকে আক্রমণ করে এবং মাথায় কোপ দিয়ে আহত করে। পরে ছোট ভাই গেলে তাকেও মাথায় কোপ দিয়ে আহত করে। তার কিছু পরে আলহাজ গেলে তাকে জি আই পাইপ দিয়ে মুখমণ্ডল এবং শরীরে আঘাত করে আহত করে কালু। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহতদের পরিবার থেকে।

ইনিউজ৭১/জিয়া