টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা বৃদ্ধা আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৬:৩৩ অপরাহ্ন
টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা বৃদ্ধা আটক

টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা বৃদ্ধা নারীকে আটক করেছে বিজিবি। ১৩ অক্টোবর রবিবার সকাল সাতটার দিকে টেকনাফ ২ বিজিবির আওতাধীন লেদা বিওপির একটি বিশেষ টিম হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জাইল্লা ঘাটা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ইয়াবাসহ উক্ত রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা নারী শালবাগান ২৬ নং শরণার্থী ক্যাম্পের জি-ব্লক ৫নং শেডের মৃত মোঃ হোছাইনের স্ত্রী রহিমা খাতুন (৫৩)।আটক রোহিঙ্গা নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর পূর্বক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল খাঁন জানান।