আশুলিয়ায় কলা বোঝাই পিকআপ থেকে ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১ । এসময় পিকআপ ড্রাইভারসহ ২ জনকে আটক করা হয়েছে। ওই পিকআপটি সহ ১০০ কাধি কলা, আল আরাফা ইসলামী ব্যাংকের ২টি চেক ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব সদস্যরা। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৩ অক্টোবর, রোববার ভোর সোয়া ৪টায় আশুলিয়ার বাইপাইল মোড় নাভানা সিএনজি পাম্প এর বিপরীতে খোদেজা মার্কেটের সামনে থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়। আটককৃতরা হলো-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নামাটোলা এলাকার পিতামৃত জিল্লুর রহমানের ছেলে হারুন অর রশিদ ওরফে হানিফ উদ্দিন(৪০) ও পিকআপ ড্রাইভার নাটোর সদর থানার ইসলামবাড়ি খামার এলাকার বাসিন্দা আব্দুল জলিল খন্দকারের ছেলে মোতালেব হোসেন(৩৫)।মাদক উদ্ধারের ঘটনায় ৩ জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১ এর পুলিশ পরিদর্শক(শহর ও যান) মুহাম্মদ নাজিম উদ্দিন খান বলেন, আমার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ডিউটির সময় আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা মেট্রো ন-১৯-১১৪১ নামীয় একটি নীল রংয়ের কলাবোঝাই পিকআপে ফেনসিডিল রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পিকআপটি থামিয়ে তল্লাশি করলে ৫৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় গাড়িটি জব্দ করে গাড়িটির ড্রাইভার ও মালামাল পরিবহণের জন্য একজন মালিককে আটক করতে সক্ষম হই। গাড়িটি চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকার আর্মি মামা নামে একজনের নিকট পৌঁছে দেয়ার কথা রয়েছে বলে আটককৃতরা জানিয়েছে।
তিনি আরো জানান, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামী আর্মি মামা কে ধরার জন্য অভিযান চলছে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।