শনিবার (২৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মেঘনা নদীতে টানা সাত ঘন্টা অভিযান চালিয়ে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও সাড়ে ৭ কেজি ইলিশসহ অন্যান্য ১১ কেজি মাছ জব্দ করেন সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।
এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়। পরে দুই জেলে প্রত্যেককে ৫০০০ টাকা ও অপর দুইজনকে ২০০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।মেঘনা নদীতে অভিযান পরিচালনার সময়ে ইউএনও'র সঙ্গে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান ও সরাইল থানার পুলিশ।
ইউএনও ফারজানা প্রিয়াংকা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইলিশ সহ অন্যান্য মাছ উপজেলার পাকশিমুল এলাকায় এক এতিমখানায় দেওয়া হয়েছে। পরে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।