রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ড. সুলতান আহমেদ বলেছেন, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের মাস্টারপ্ল্যান ও ডিজাইনের জন্য ২০১৯ সালে এশিয়ান টাউনস্কেপ জুরিস পুরস্কার লাভ করেছে রাজউক। পূর্বাচল প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে এবং বাকি কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, পূর্বাচল শহর প্রকল্পের ৩১৯ কিলোমিটার রাস্তার মধ্যে ২২০ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে এবং রাস্তার বাকি নির্মাণ কাজ চলতি বছর ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এছাড়া ৬০টি ব্রিজের মধ্যে ৩৬টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি ২৪টি ব্রিজের নির্মাণ কাজ চলছে।
সূত্র জানায়, এর আগে সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৯১ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু হওয়ার পর ২৮ বছরের মধ্যে সব ধরনের উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি এ প্রকল্পের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পরামর্শ দেন। এছাড়া এই প্রকল্পে সেন্ট্রাল এসটিপির বদলে ব্যক্তিমালিকানায় এসটিপি নির্মাণ এবং রাস্তাঘাট নির্মাণের আগে পিপিপির ভিত্তিতে কেবলিং সিস্টেম নেটওয়ার্ক সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।
এর জবাবে ড. সুলতান আহমেদ বলেন, পূর্বাঞ্চলে লেক উন্নয়নের জন্য ১৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছর ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এছাড়া ২৫ হাজার ১৬টি আবাসিক প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১৬ হাজার প্লটের দখল হস্তান্তর সম্পন্ন হয়েছে। ১৪ হাজার প্লটের লিজ চুক্তি শেষ হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ১১৫টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া গেছে এবং ৯০টি নকশার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া হয়নি ১ হাজার ৩৩টি বাণিজ্যিক প্লটের। এছাড়া তিনি উক্ত প্রকল্পের বিদ্যুৎ সঞ্চালন লাইন, আইকন টাওয়ার ও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন।
তিনি আরও বলেন, পূর্বাচল প্রকল্পে কাজ করার জন্য দুটি চায়না প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কথা থাকলেও আইন মন্ত্রণালয়ের ভেটিং ও চীনের রাষ্ট্রীয় জটিলতার কারণে চুক্তির মেয়াদ ২ মাস বিলম্বিত হয়েছে। আগামী ১১ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রাজউকের অনান্য প্রকল্পগুলোর সংক্ষিপ্তসার কমিটিতে তুলে ধরেন তিনি। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, জোহরা আলাউদ্দিন ও বেগম ফরিদা খানম অংশ নেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।