ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৬শে অক্টোবর ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ন
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নারীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ-তে সাউথ ব্রিজের ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘আগুনের ঘটনায় একজন মারা গেছেন।  তার বিস্তারিত পরিচয় জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।’

ইনিউজ৭১/জিয়া