চট্টগ্রামের লোহাগাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বটতলী মোটর স্টেশনের কাঁচা বাজারের এক মুদি দোকানকে এ জরিমানা করা হয়।
জানা যায়, তানভির স্টোর নামের ওই মুদি দোকানটিতে এসিআই কোম্পানির ১ কেজি ৩৫ টাকার লবণ ৫০ টাকা বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তৌছিফ আহমেদ।এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। ইউএনও মুহাম্মদ তৌছিফ আহমেদ বলেন, উৎপাদনে ঘাটতি না থাকলেও হঠাৎ গুজব রটিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে লবণ বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।