সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শুরু

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ২৯শে নভেম্বর ২০১৯ ০৫:১৩ অপরাহ্ন
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা”প্রকল্প শুরু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ দরবার হলে এ প্রকল্পের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

বে-সরকারী উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর  সার্বিক তত্ত্বাবধানে ইউকে এইড এর সহযোগিতায় সাড়ে তিন বছর মেয়াদী এ প্রকল্পের করনীয় দিক পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন পিএইচডি প্রকল্পের টিম লিডার এহসানুল হক।

পটুয়াখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোনায়েম সাদের সভাপতিত্বে প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াশ খান রানা।

অনুষ্ঠানে কলাপাড়া সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ইএইচডি প্রকল্পের কনসোর্টিয়ামের সদস্য সংস্থা সমুহের প্রতিনিধিগণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা, “উপকূলীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা। তাই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব