পটুয়াখালীর রাঙ্গাবালীতে গলায় ফাস লাগানো অবস্থায় সাদিয়া(১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া ছোটবাইশদিয়া ইউনিয়নের মিলন গাজীর মেয়ে।
সাদিয়ার বাবা মিলন গাজী জানান, শনিবার সকালে সাদিয়াকে বাড়িতে রেখে তিনি ও তার বউ তরমুজ খেতে কাজ করতে যায়। পরে বাড়িতে ফিরে সাদিয়াকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখোজি করে। এরপর দুপুর ১২ টার দিকে ঘরের একপাশে ওরনায় পেচানো অবস্থায় ঘরের আরার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছেনা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।