প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ২:৮
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, ফেনী নদী থেকে ভারত পানি নিলে দেশের কোনো ক্ষতি হবে না। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফেনী নদীর পানিপ্রবাহ ও নদী তীরের মানুষের জীবন-যাপন, কৃষি ব্যবস্থাপনা ও পরিবেশ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ফেনী নদী তীরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব