পটুয়াখালীর কলাপাড়ায় দুই’শ পিচ ইয়াবাসহ মনির ফকির (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কাছিমখালি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মনির চাকামাইয়া ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুলের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দুপুর ২টা থেকে চাকামাইয়ার কাছিমখালি এলাকায় অভিযান চালায়। পরে মনিরের নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে ঘরের খাটের তোষকের নিচ থেকে দুই’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের ধারনা মনির দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুই’শ পিচ ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।