বরিশালে কার্গো ডুবির ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপর ভূমিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০১৯ ০২:১২ অপরাহ্ন
বরিশালে কার্গো ডুবির ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপর ভূমিকা

গত ১৪ ডিসেম্বর ২০১৯ রাতে বরিশাল কীর্তনখোলা নদীতে বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি শাহরুখ-২ ও ক্লিংকারবাহী হাজী এমভি দুদু মিয়া-১ কার্গোর মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কার্গোটি সিমেন্ট তৈরি কাঁচামাল ক্লিংকারসহ কার্গোটি ডুবে যায়।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল সেখানে ছুটে যায়। বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস বগুড়া ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ডুবে যাওয়া কার্গো থেকে ক্রুদের উদ্ধার করা হয়। অপরদিকে সংঘর্ষের কারনে যাত্রীবাহী লঞ্চ শাহরুখ-২ এর সামনের অংশ ফেটে যায়। পরবর্তীতে ল টি কে চরকাউয়া খেয়াঘাটে নোঙর করানো হয়। এবং বিআইডব্লিউটিএ এর সহায়তায় ওই লঞ্চে থাকা ৫ সতাধিক যাত্রীকে পূবালী-২ লঞ্চের মাধ্যমে ঢাকা পৌছানোর ব্যবস্থা নেওয়া হয়।

তবে এ ঘটনায় কোন প্রকার হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায় নি। পরবর্তীতে উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম ও এমভি নির্ভীক ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। কীতর্নখোলা নদীতে জাহাজ চলাচলে যেন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহলকালীদল সার্বক্ষণিক সর্বদা টহলে নিয়জিত রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর