ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০১৯ ০১:১৮ অপরাহ্ন
ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার

রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  সকালে শিল্পকলা একাডেমীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
যারা এই ভুল তালিকা করেছিল তাদের খুঁজে বের করতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, লিখিতভাবে অভিযোগ পেলেই যাচাই-বাছাই করে ভুল সংশোধন করা হবে অথবা ভুলের পরিমাণ বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৬ লাখ করে টাকা দেয়া হবে যা দিয়ে তারা বীর ভবন নামে নিজেদের জন্য বাসভবন তৈরি করবেন। একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে তাদের আঁতে ঘা লাগে বলে মন্তব্য করেন তিনি। গত ১৫ই ডিসেম্বর বিজয় দিবসের একদিন আগে প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে ১০ হাজার সাত'শ উননব্বই রাজাকারের নাম। এই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://molwa.gov.bd/) পাওয়া যাবে। 

সেদিন মন্ত্রী বলেন, 'আমরা রাজাকাদের তালিকা প্রকাশ করবো, প্রস্তুত করবো বলি নাই। প্রকাশ অর্থ সরকারের হেফাজতে যে সমস্ত দলিলের মাধ্যমে প্রমাণ পাওয়া যাবে, তাই শুধু প্রকাশ করা হবে। সবচেয়ে নির্ভরযোগ্য যে প্রমাণ সেটা পাঁচ বছর আল শামস, আল বদর, জামায়াত এরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে যুদ্ধের সময়ের অনেক দলিল বিশেষ করে তাদের অপকর্মের দলিল তারা সরানোর চেষ্টা করে ছিল এবং তারা সফলও হয়েছে।' এরপর, আগামী ২৬শে মার্চে প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা।   

ইনিউজ ৭১/এম.আর