খেলার ছলে পুকুরে ডুবে যায় তানহা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০১৯ ০৬:৪১ অপরাহ্ন
খেলার ছলে পুকুরে ডুবে যায় তানহা

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে তানহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত তানহা একই গ্রামের হেলাল হাওলাদারের মেয়ে।

স্থাণীয়রা জানান, নিজ বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে তানহা পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করে। 

এদিকে পরিবারের সবার প্রিয় তানহার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকাজুড়ে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব