কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে (আজ) ২২শে ডিসেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে ৩দিনব্যাপী স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশ।২২,২৩ ও ২৪শে ডিসেম্বর তিন দিন চলবে এ সমাবেশ।স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশ উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে।ফলে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।তবে এবারের স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশে অংশ নিচ্ছে উখিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রসা ইত্যাদি।
এই ক্যাম্পপুরি সমাবেশের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন উখিয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা।উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশকে ঘিরে টাঙ্গানো হয়েছে বিভিন্ন তাঁবু।এই তাঁবুতে ৩দিন পর্যন্ত অবস্থান করবে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।