বোরহানউদ্দিনে রাতে ছিন্নমূলদের দরজায় কম্বল নিয়ে হাজির ইউএনও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০১৯ ০৭:৩৯ অপরাহ্ন
বোরহানউদ্দিনে রাতে ছিন্নমূলদের দরজায় কম্বল নিয়ে হাজির ইউএনও

ভোলার বোরহানউদ্দিনে রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ভারপ্রাপ্ত) মো. বশির গাজী মেঘনা নদীর বেড়িবাঁধে বসবাসরত ছিন্নমূলদের জন্য কম্বল নিয়ে হাজির হয়ে নিজ হাতে কম্বল তুলে দেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বলের মধ্যে একশত কম্বল তিনি ওইদিন রাত আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মেঘনা তীর সংলগ্ন এলাকায় ছিন্নমূল শীতার্তদের মাঝে  বিতরণ করেন। 

ইউএনও মো. বশির গাজী জানান, রাতে সরেজমিন পরিদর্শন করে প্রকৃত হতদরিদ্র যারা এটার দাবিদার তাদের শনাক্ত করা সহজ। দিনের বেলায়  যিনি এ বস্ত্র পাওয়ার যোগ্য না সেও ভির করে। প্রকৃতজন পেলে মনেও তৃপ্তি পাওয়া যায়।

এসময় তার সাথে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনসার আলী। খবর পেয়ে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাগর হাওলাদার বিতরণ কাজে অংশ নেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব