বাজারে বিভিন্ন কাঁচা সবজির দাম করে ৭০ বছরের বৃদ্ধা আপন ভাষায় বলেন, 'নিজের চোখে দিয়ে কাজল, আপন রূপে নিজেই পাগল'। তখন পাশে থেকে জিজ্ঞাসা করলাম চাচা আপনি কি বলেন, বাবা তুমরা বুঝতে পারবানা কারণ নিজের ফলানো সবজি এখন আকাশ ছোঁয়া দাম।
সরাইল বাজারে সবজি, এখনো নাগালের বাইরে পেঁয়াজ। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লেও কমছে না দাম। শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম বাড়তি। তবে মাছের দাম চড়া। মুরগির দাম কিছুটা কম হলেও আকাশছোঁয়া গরু গোশতের দাম।
গতকাল শুক্রবার সরাইল উপজেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন শাকসবজিতে ঠাসা প্রতিটি দোকান। তাজা সবজির দাম বেশি তবুও খুশি ক্রেতারা।বিক্রেতারা বলছেন, শীত আর কুয়াশায় মালামাল পরিবহন ব্যাহত হওয়ায় দাম কিছুটা বেশি। আবহাওয়া স্বাভাবিক হলে সবজির দাম আরও কমবে। প্রতিকেজি শিম ৪০-৫০ টাকা, দেশি শিম ৬০ টাকা, বেগুন ৩০-৪০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, ফুলকপি ৩৫-৪০ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, ঢেড়স ৬০-৭০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, লাউ ২০-২৫ টাকা, নতুন আলু ২৫-৩০ টাকা, পুরাতন আলু প্রতিকেজি ২০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ৪৫-৬০ টাকা, পেঁয়াজ পাতা ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। মিয়ানমারের পেঁয়াজ ১৩০-১৪০ টাকা, মিশরের পেঁয়াজ ৮০-৯০ টাকা, রসুন মানভেদে ১২০-১৪০ টাকা, আদা ১৪০-১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ডিমের ডজন ৯৫-১০০ টাকা বিক্রি হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।