সাভারে একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় একটি রিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই রিকশার চালক। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার সিএমপি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম আনছার আলী (৪০)। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামে। আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে দিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা যাচ্ছিল। এসময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক। সাভার হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ হেল বাকী বলেন, নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিও সনাক্তের চেষ্টা চলছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।