বুথ দখল করলে ইভিএমে জাল ভোট সম্ভব: ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১৭ই জানুয়ারী ২০২০ ০৯:২০ অপরাহ্ন
বুথ দখল করলে ইভিএমে জাল ভোট সম্ভব: ইসি

বুথ দখল করে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জাল ভোট দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। শুক্রবার রাজধানীর আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে নিয়ে এ মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার।

এসময় তিনি আরও বলেন, ইভিএমে প্রোগ্রামিং দিয়ে কাউকে হেল্প করা সম্ভব না। তবে ভোটার এসে আঙুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেল; ইস্যুও হলো, এমন সময় আরেকজন দৌড় দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিল। এরকম যদি হয়, তাহলে কিন্তু জাল ভোট দেয়া সম্ভব।’

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের হুঁশিয়ারি দিয়ে রফিকুল ইসলাম বলেন,‘প্রটেক্ট করতে যদি ব্যর্থ হন তাহলে আপানাকে আমি দায়ী করব। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার রাজত্বটাকে রক্ষা করা, ঠিক একইভাবে রুমটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের তালুককেন্দ্র। এই তালুকটাকে রক্ষা করা।’

তিনি বলেন, বাঙালি জাতি ‘অসহিষ্ণু’। যখনই লাইন দেখবে তখনই ভাঙতে চাইবে। লাইন নিয়ে মারামারি হলে দায়টা পড়বে আপনার ঘাড়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার) নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব