আরো ৩০ হাজার টন পেঁয়াজ আসবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ৩১শে জানুয়ারী ২০২০ ০৬:০৯ অপরাহ্ন
আরো ৩০ হাজার টন পেঁয়াজ আসবে: বাণিজ্যমন্ত্রী

রংপুরের শালবন এলাকায় নিজের বাসভবনে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন ‘পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার।

আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, মুনাফালোভি সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবার রমজান উপলক্ষে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা হবে। এসব সামগ্রী রমজান শুরুর ১৫ দিন আগে দেশে চলে আসবে। ফলে কোনও সমস্যা হবে না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব