ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না: তাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ন
ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানমন্ডি ও হাজারীবাগের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। ঢাকা সি‌টি ক‌লেজ, কামরুন্নেসা সরকা‌রি গার্লস হাই স্কুল ধানমন্ডি কেন্দ্র, হাজারীবাগ সা‌লেহা উচ্চ বিদ্যাল‌য়, জিগাতলা কমিউনিটি‌টি সেন্টার ও ধানম‌ন্ডি ড. মা‌লিকা ক‌লেজ কে‌ন্দ্রে শা‌ন্তিপূর্ণভা‌বে নির্বাচন অনুষ্ঠিত হ‌চ্ছে। তবে অল্প সময়ে ইভিএমে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকা‌লে ক‌য়েক‌টি কেন্দ্র ঘু‌রে দেখা গে‌ছে, ভোটাররা লাইন ধ‌রে তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ কর‌ছেন। ঢাকা সি‌টি ক‌লে‌জে কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ ম‌নো‌নীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস ধানমন্ডির কামরুন্নেসা গার্লস হাই স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ ক‌রে‌ছেন। 

ইভিএমে ‘অল্প সময়ে’, ‘সহজে’ ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাধারণ ভোটাররাও আধুনিক এ যন্ত্রের প্রশংসা করেছেন।

হাজারীবাগ সা‌লেহা উচ্চ বিদ্যাল‌য়ে ভোট‌াধিকার প্র‌য়োগ ক‌রেছে চাক‌রিজীবী বাদল নূর। তি‌নি ব‌লেন, ‘এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম। খুব সহজ পদ্ধতি। প্রথ‌মে সাদা বোতাম প‌রে সবুজ বোতাম টিপ‌লেই ভোট সম্পন্ন হ‌য়ে যায়।’

ঢাকা সি‌টি ক‌লেজ কে‌ন্দ্রে ভোট দি‌য়ে‌ছেন অবসরপ্রাপ্ত সরকা‌রি কর্মচা‌রী শামসুল ইসলাম। তি‌নিও প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেন। তি‌নি ব‌লেন, ‘প্রথম ভ‌য়ে ভ‌য়ে ছিলাম। কিন্তু ভোট দিতে গি‌য়ে দে‌খি, খুব সহজ পদ্ধতি’।

ঢাকার দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যবহার হচ্ছে ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।

ইনিউজ ৭১/এম.আর