রামপুরায় ভোটার থেকে কর্মী-সমর্থক বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২০ ০১:০৫ অপরাহ্ন
রামপুরায় ভোটার থেকে কর্মী-সমর্থক বেশি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন রামপুরার বাসিন্দারা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট শুরুর পর এক ঘণ্টা পেরিয়ে গেলেও এখানকার কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি এখনো কম দেখা যাচ্ছে।

সকাল থেকে রামপুরা এলাকার অন্তত ২০টি কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের থেকে প্রার্থীর কর্মী-সমর্থকদের আনাগোনা বেশি দেখা গেছে।

এ বিষয়ে রামপুরার বাসিন্দা আব্বাস বলেন, 'ভোটারদের মধ্যে আগের মতো আর উৎসাহ উদ্দীপনা নেই। আগে দেখতাম, ভোটের আগেই ভোট দিতে মানুষের দীর্ঘ লাইন হয়ে যেত। আর এখন ভোট শুরু হয়ে যাওয়ার পরও ভোটারদের দেখা যাচ্ছে না।'

সোহেল নামের একজন বলেন, 'সকাল হওয়ার কারণে এখন ভোটারদের উপস্থিতি কম। আমাদের ধারণা, ১০টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়বে। এখন আমার মতো কর্মী-সমর্থকদের ভিড় বেশি থাকলেও দুপুরে ভোটারদের ভিড় বেশি দেখতে পাবেন।'

এদিকে, ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা। এ মেশিনে ভোট দেয়া খুব সহজ বলেও অভিমত তাদের। আমজাদ আলী নামের এক ভোটার বলেন, 'ইভিএমে ভোট দেওয়া এত সহজ আগে জানতাম না। ভোটকক্ষে কীভাবে ভোট দিতে হবে তাও দায়িত্বরত কর্মকর্তারা বলে দিচ্ছেন। আগের থেকে ভোটের এই পদ্ধতি ভালো।'

রামপুরার নলেজ সিন্ডিকেট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কামরুল বলেন, 'আমাদের এখানে ২ হাজার ৪১২টি ভোট আছে। সকাল থেকেই ভোটাররা ভোট দিতে আসছেন। কয়টি ভোট পড়ল তা সঙ্গে সঙ্গে কম্পিউটারের মনিটরে ভেসে উঠছে। তবে কে কোন প্রতীকের ভোট দিচ্ছেন তা মনিটরে দেখা যাবে না। শুধু ভোট সংখ্যা দেখা যাবে। আমাদের এখানে ভোটের পরিবেশ খুব ভালো।'

ইনিউজ ৭১/এম.আর