ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে ঘটে যাওয়া ছেলের হাতে পিতা খুনের ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী হত্যার বিচার চেয়ে নিহতের স্ত্রী মোসাম্মৎ সানোয়ারা বেগম ছেলে শুভ-এর বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল শনিবার ঘাতক ছেলে শুভকে জেলা হাজতে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার পর পুলিশ গ্রেফতারের অভিযান চালায়। শুক্রবার রাতেই পৌরসদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা ও পারিবারিক সুত্র জানায়, দুই ছেলে এক মেয়ে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে অর্নাস পড়ে। বাবা আমীর হোসেন ছেলের কুঞ্জুস প্রকৃতির ও খিটখেটে মেজাজের। শুভ দীর্ঘদিন ধরে বেকারতের অভিশাপে ভোগছিলো। ফলে অন্ধকার জগতেও তার বিচরণ ছিল বলে স্থানীয় অন্য একটি সুত্র জানায়। ছোট বেলা থেকেই বাবার অবহেলিত এ ছেলে ব্যবসা/চাকুরীর জন্য বাবার কাছ থেকে ৫লাখ টাকা চেয়ে আসছিল। কিন্তু এত টাকা দিতে রাজি ছিলেন না বাবা আমীর হোসেন। এ নিয়ে প্রায়ই পারিবারি অশান্তি চলছিল। উল্লেখ্য গত (১৫/০২)শুক্রবার সকালে টাকা চাইতে গেলে এ নিয়ে বাপ ছেলের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। ওইদিন বাবা আমির হোসেন হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনে দোকানে চা খেতে আসে। তারই জের ধরে সেই সময় ছেলে দা হতে নিয়ে বাবার উপর চৌড়াও হয়। প্রকাশ্যে দিবালোকে সড়কে ছেলের হাতে খুন হন অবসরপ্রাপ্ত সৈনিক আমীর হোসেন।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নবীনগর সদর হাসাপাতালে নিয়ে এলে তাকে দ্রুত কুমিল্লা প্রেরন করে। কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন বলেন, মামলা এফআাইআর করা হয়েছে। আসামীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।