ভূঞাপুরে কৃতি শিক্ষার্থী ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৬ অপরাহ্ন
ভূঞাপুরে কৃতি শিক্ষার্থী ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় ভূঞাপুর সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গনে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক বদিউজ্জামান খানের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মাসুদুল হক টুকুর সভাপতিত্বে মুখ্য মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন, ভূঞাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক চৌধুরী,প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাবেক পুলিশ ইন্সপেক্টর মোঃ আক্তারুজ্জামান খান, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া,  পৌর আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান সারোয়ার লাভলু প্রমুখ।অনুষ্ঠানে ২০০ কৃতি শিক্ষার্থী ও ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির ১৩ জন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।