শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করায় দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।শুক্রবার (২০ মার্চ) বিকালে নারায়নপুর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন ও অপর জন হলেন একই ইউনিয়নের ইকরকান্দি গ্রামের মজিদ মাদবর( ভুট্রো) এদের প্রথম জন দুবাই থেকেও দ্বিতীয় জন এসেছে মালয়েশিয়া থেকে।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্য এর নেতৃত্বে ভেদরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধে দোষ প্রমাণ হওয়ায় মোশাররফকে ২০ হাজার টাকা ও মজিদকে ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।
সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্য জানান, হোম কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় অদ্য নারায়নপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে পুটিয়া এলাকায় দুবাই থেকে আগত মোশাররফ হোসেনকে ২০ হাজার টাকা এবং ইকরকান্দি, নারায়ণপুর এলাকার মালয়েশিয়া থেকে আসা মজিদ মাদবর (ভুট্টো) কে আর্থিক চরম অস্বচ্ছলতা থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জনাব শংকর চন্দ্র বলেন, কোন প্রবাসীকে আমরা সাজা বা অর্থদন্ড দিতে চাইনা। তারা তাদের নিজের, পরিবারের,সমাজের তথা দেশের কথা ভেবে সরকারি আইন মেনে চললে সবাই নিরাপদ থাকবে। এর জন্যই এ ব্যবস্থা গ্রহন করতে হচ্ছে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।