কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে । শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সম্মুখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতা কর্মীদের নিয়ে মুজিব চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন।
এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক বাবলু জোমাদ্দার সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।