পটুয়াখালীর বাউফলে টিটু সন্যামত (১৭) নামে এক কলেজ ছাত্রের শরীরে গরম পানি দিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের সময় তাদের বাড়িতে এ ঘটনা ঘটেছে। টিটু সন্যামত এ বছর উত্তরা ন্যাশনাল পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের বাসিন্দা মন্নান সন্যামত ও ভাই কাশেম সন্যামত একই বাড়িতে বসবাস করার জন্য ঘর তোলে। মন্নান সন্যামত ও কাশেম সন্যামতের মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন মন্নান সন্যামত তার ঘরের সামনে বৈঠকখানার কাজ করতে গেলে তার ভাই কাশেম সন্যামতের সাথে কথা কাটাকাটি হয়। হঠাৎ মন্নান সন্যামতের শরীরে গরম পানি মারে কাশেম সন্যামত। এ সময় মান্নান সন্যামতের কলেজে পড়ূয়া ছেলে টিটু সন্যামত বাবাকে বাঁচাতে গেলে তার শরীরেও গরম পানি মারে। এতে টিটু সন্যামতের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে। শিক্ষার্থী টিটু সন্যামত বর্তমানে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
গত ২১ মার্চ ২০২০ মন্নান সন্যামত বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৬৭/২৪ অভিযুক্ত কাশেম সন্যামত এ অভিযোগ অস্বীকার করে জানান, মন্নান সন্যামত আমার পরিরবারের গায়ে গরম পানি মারার পরে তাদের পানিতেই তারা পুরেছে।
এ ব্যাপার ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, থানায় মামলা হয়েছে, আসামী ধরার চেস্টা অব্যাহত আছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।