সরাইলে কেজিতে চালের দাম বেড়েছে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২৩শে মার্চ ২০২০ ০৭:৪১ অপরাহ্ন
সরাইলে কেজিতে চালের দাম বেড়েছে ১০ টাকা

করোনা ভাইরাস আতঙ্কে সরাইল উপজেলার বাজারে বেড়ে গেছে চালের দাম।হঠাৎ করে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে টাকা।৩-৪ দিন পুর্বে মোটা চাল বিক্রিহত ৩২টাকা। সোমবার সেই চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪২ টাকা।এ ছাড়া মিনিকেট  ৫৪ টাকা এবং নাজির ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল  বাজার মনিটরিংয়ে প্রশাসন মাঠে নেমেছে।

চাল কিনতে আসা আঃ হাবিদ অভিযোগ করে বলেন, হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ার তিনি হতাশ।চাল ব্যবসায়ী কাজী জানান, আমরা স্হানীয় আড়ৎদারদের থেকে চাল ক্রয় করে বিক্রি করি। তারা হঠাৎ চালের দাম বাড়িয়ে দিয়েছে।তাই আমাদেরকে ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।পাইকারি ও খুচরা চালের আড়ৎদার বলেন, মোকামে চালের দাম বেড়েছে সেই কারণে বেশী দামে বিক্রি করতে হচ্ছে। তবে চালের দাম হঠাৎ করে বাড়েনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, সিন্ডিকেট তৈরি করে চালের দাম বাড়ানো হয়েছে।এদিকে বাজারে পেঁয়াজের দাম ও হঠাৎ করে প্রতিকেজী ৪০ টাকা বেড়ে প্রতি কেজি পিয়াজ ৬০-৬৫ এবং  আলো ১৫ টাকার আলো বেড়ে ২২-২৩ টাকায় বিক্রি হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব