নেছারাবাদে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৯:১৮ অপরাহ্ন
নেছারাবাদে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

নেছারাবাদ উপজেলার জগৎপট্রি গ্রামে এক প্রতিবন্ধী (১০) কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।  এ ঘটনায় একই গ্রামের মো. তানভির (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর মা নার্গিস বেগম বাদী হয়ে বৃহসপতিবার সকালে থানায় অভিযোগ দেন। এর পরেই ওসি মো. কামরুজ্জামান তালুকদার নিজে অভিযান চালিয়ে ১নং আসামী তানভিরকে গ্রেফতার করেন। 

জানাগেছে,জগৎপট্রি গ্রামের কাঞ্চন হাওলাদারের ভারাটিয়া নার্গিস বেগমের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষনের চেষ্টা চালায় বাড়ীওয়ালার পুত্র তানভির। এ ঘটনায় বিচার চাইতে গেলে সোমবার রাতে তানভির তার বাবা কা ন হাওলাদার এবং মা তাসলিমা বেগম বাদীনি নার্গিসকে মারধর করেন।

পরে নার্গিস বেগম বিচার না পেয়ে লম্পট তানভিরসহ তার বাবা ও মাকে আসামী করে থানায় অভিযোগ দেয়। স্বরূপকাঠি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন মামলা রেকর্ড করার পর আসামী তানভিরকে গ্রেফতার করা হয়েছে। সময়মত কোর্টে পাঠানো হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব