দৌলতখানে ঔষধ-মোদি ও কাঁচা মালের দোকান ছাড়া সব বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মোঃ মামুন হাওলাদার, দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৫শে মার্চ ২০২০ ০৪:২০ অপরাহ্ন
দৌলতখানে ঔষধ-মোদি ও কাঁচা মালের দোকান ছাড়া সব বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভোলার দৌলতখান উপজেলার ঔষধ, মোদি ও কাঁচা মালের দোকান ছাড়া সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে পৌর শহরের ঔষধ, মোদি ও কাঁচা মালের দোকান ছাড়া সব দোকান বন্ধ ঘোষনা করেছে পৌরসভা। এবিষয় উপজেলা প্রশাসন ও পৌরসভা পক্ষ থেকে পৃথকভাবে মাইকিং করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, দোকানপাট গুলোতে জনসমাগম বেশি হয়। করোনাভাইরাস ছোঁয়াছে, তাই এক জনের হাঁচি-কাশির প্রভাব যেন অন্য জনের ওপর না পরে সে জন্য মঙ্গলবার (২৪ মার্চ) থেকে উপজেলার সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে ঔষধ, মোদি ও কাঁচা মালের দোকান খোলা থাকবে। এছাড়া সব দোকান বন্ধ থাকবে।

দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার জানান, দোকানপাট গুলোতে জনসমাগম বেশি হয়। জনসমাগমে যাতে একজনের থেকে আরেক জনের করোনা সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য পৌর শহরের দোকানপাট বন্ধ করা হয়েছে। তাবে ঔষধ, মোদি ও কাঁচা মালের দোকান খোলা থাকবে। এড়াছা সব দোকান বন্ধ থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব